কারের রেজিস্ট্রেশন নাম্বার ‘৭৭-৭৭৭৭’ হলে গুণতে হবে ৬ লাখ ৮৬ হাজার টাকা

প্রকাশঃ ২০-০৮-০৭ ৭:৫৫:৩৬ পিএম
আপডেটঃ ২০২৫-০১-০২ ৮:৩১:২৮ পিএম
লেখকঃ সুখবর ডেস্ক
কারের রেজিস্ট্রেশন নাম্বার ‘৭৭-৭৭৭৭’ হলে গুণতে হবে  ৬ লাখ ৮৬ হাজার টাকা
অনলাইন থেকে সংগৃহীত ছবি

সম্প্রতি বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মোটরযান রেজিস্ট্রেশন বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে জানানো হয়েছে, মোটরযান রেজিস্ট্রেশনের সময় বাড়তি রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে মোটরকার ও জীপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়া হবে।

এজন্যে মোটরকার ও জীপ গাড়ির মালিকদের নম্বরের ধরন অনুযায়ী প্রচলিত রেজিস্ট্রেশন ফি’র দ্বিগুণ থেকে ছয়গুণ অর্থ খরচ করতে হবে। সবচেয়ে লোভনীয় ‘৭৭-৭৭৭৭’ নম্বর পেতে হলে রেজিস্ট্রেশন ফির সাত গুণ অর্থ পরিশোধ করতে হবে গাড়ির মালিককে।

বাড়তি রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে পছন্দের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার বিষয়ে গত ২৪ জুন বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জীপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়া হবে।

এতে বলা হয়েছে, ‘রেজিস্ট্রেশন নম্বরের ৬টি একই হলে (যেমন- ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) হলে প্রচলিত রেজিস্ট্রেশন ফির ৬ গুণ ফি পরিশোধ করতে হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফির ৭ গুণ।’ 

বর্তমানে সিডান, কার ও জীপের রেজিস্ট্রেশন ফি ৯৮,০০০ টাকা। ৭৭-৭৭৭৭ নম্বর পেতে হলে গাড়ির মালিককে ৬,৮৬,০০০ টাকা রেজিস্টেশন ফি দিতে হবে।

রেজিস্ট্রেশন নম্বরের ছয় ডিজিটের জোড়া জোড়া হলে (যেমন-৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি দিতে হবে প্রচলিত ফির ৫ গুণ।

রেজিস্ট্রেশন নম্বরের ৪টি ডিজিট একই হলে (যেমন- ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির চার গুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের ৪টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন- ১৩১৩, ১৫১৫ নম্বর) প্রচলিত ফির তিনগুণ ফি দিতে হবে।

আর রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দু'টি করে ডিজিট একই হলে (যেমন- ০০১১, ০০২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির দ্বিগুণ হবে।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition