কৌতুক : অলস স্বামী-স্ত্রীর ঝগড়া ও অন্যান্য

প্রকাশঃ ২০-০৭-০৬ ৬:৫৬:৩৯ পিএম
আপডেটঃ ২০২৪-১২-৩০ ১:০৯:২৯ পিএম
লেখকঃ সুখবর ডেস্ক
কৌতুক : অলস স্বামী-স্ত্রীর ঝগড়া ও অন্যান্য
অনলাইন থেকে সংগৃহীত ছবি

অলস স্বামী-স্ত্রীর ঝগড়া

স্বামী-স্ত্রী দু’জনই অলস। ছুটির দিনেও বাসায় অলস সময় কাটাচ্ছে। স্বামী মোবাইল নিয়ে ব্যস্ত আর স্ত্রী টিভির সামনে।

স্বামী: গলা শুকিয়ে কাঠ হয়ে গেল; আমাকে এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি।

স্ত্রী: পনিরের সিঙ্গারা বানিয়েছি, দেব?

স্বামী: আহ! কী শোনালে? একেবারে জিভে পানি এসে গেল!

স্ত্রী: এইবার সেই পানিতে পিপাসা মেটাও। আমি সিরিয়াল ছেড়ে এখন উঠতে পারবো না...


পাগলের সঙ্গে জীবন কাটাক

মেয়ের বাবা: আমি চাই না আমার মেয়ে কোনো পাগলের সঙ্গে তার বাকি জীবনটা কাটাক!

প্রেমিক: সে জন্যই তো তাকে বিয়ে করে যত দ্রুত সম্ভব এ পাগলা গারদ থেকে নিয়ে যেতে চাই, আঙ্কেল!


 

বরফ থেকে পানি বের হয় কিভাবে?

বরফের টুকরো হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছে পিন্টু! তার স্ত্রী বিষয়টি খেয়াল করল। শেষে বলল-

স্ত্রী: বরফের দিকে অমনভাবে তাকিয়ে কী খুঁজছো? এটাকে কি হীরা মনে করছো?

পিন্টু: আরে না...

স্ত্রী: তবে!

পিন্টু: বোঝার চেষ্টা করছি, এর থেকে পানি বের হচ্ছে ঠিক কোন জায়গা থেকে...

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition