কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে এ বছর সৌদি আরবে বাস করা মাত্র হাজার খানেক মুসল্লিকে হজ করার অনুমতি দেয়া হবে৷ তাদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে৷
দেশটির সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, এবার হজ পালন করতে গিয়ে কাবা শরিফ ছোঁয়া যাবে না৷
এছাড়া কাবার চারদিকে ঘোরাসহ নামাজ, রেস্তোরাঁ সব জায়গায় একে অন্যের চেয়ে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে৷
শয়তানকে পাথর ছোড়ার জন্যে এবার মুসল্লিদের একটি থলেতে ভরে জীবাণুনাশক পাথর দেয়া হবে৷
এছাড়া হজ পালনের সময় সবজায়গায় মাস্ক পরতে হবে৷
মুসল্লিদের মধ্যে কারো করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে তাকে হজ শেষ করতে দেয়া হবে৷ তবে তাদেরকে অন্য মুসল্লিদের থেকে আলাদা করা হবে এবং আলাদা বাসস্থানের ব্যবস্থা করা হবে৷
আরব বিশ্বের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রায় দুই লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন ১,৯০০ জনের বেশি৷
২০১৩ সালে মিডলইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স ভাইরাসের প্রকোপের সময় বয়স্ক ব্যক্তি ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজ করতে দেয়া হয়নি৷
সূত্র: রয়টার্স, ডিপিএ
Chairman Of The Board: Syed Shamsul Alam
Editor in Chief: Tahsen Rashed Shaon
SHOKHOBOR24.COM
2994 DANFORTH AVE. | SUITE# 201
TORONTO. ON. M4C 1M7. CANADA
COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition