ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন কোহলি

প্রকাশঃ ১৯-১০-১১ ১০:৪২:০২ এএম
আপডেটঃ ২০২৪-০৪-৩০ ২:৫৮:৩৬ এএম
লেখকঃ রাশেদ শাওন
ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন কোহলি
ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর বিরাট কোহলি। দুর্দান্ত এক ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক। ছবি: এএফপি

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ক্যারিয়ারের ৫০তম টেস্টটি স্মরণীয় করে রাখতে যেন রেকর্ড বইয়ের খাতা খুলে বসেছেন।

পুনে টেস্টে শুরুর দিন থেকে তিনি ছিলেন স্বমহিমায় আলোকিত। ৯১ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৬৩ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন। আজ দ্বিতীয় দিন সেঞ্চুরি তুলে নেন ১৭৩ বল খেলে।

এর পর এক শ থেকে দেড় শ-তে যেতে কোহলি খেলেছেন ৬৮। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকে। ১৯৩৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এ অস্ট্রেলিয়ান আটটি দেড়শোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন। কোহেলির এখন দেড়শ রানের অধিক স্কোর নয়টি।

এর পর তিনি দেড় শ থেকে দুই শ-তে যেতে খেলেন আরও ৫৪ বল। ক্যারিয়ারের এই সপ্তম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া পর্যন্ত কোহলি কোনো ছক্কা মারেননি।  

ব্যক্তিগত ২০৮ রানে থাকতে আউট হতে পারতেন কোহলি। মুথুস্যামি ‘নো বল’ করায় রক্ষা পেয়েছেন সে যাত্রায়। তবে বেশ কিছু প্রথমের জন্ম হয়ে গেছে তার আগেই। ২০১৬ থেকে এ পর্যন্ত হিসেব কষলে দেখা যাচ্ছে, এ সময়ের মধ্যে প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে সাতটি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কোহলি।

ভারতের ইতিহাসেও প্রথম খেলোয়াড় হিসেবে সাতটি ডাবলের দেখা পেলেন কোহলি। এ পথে তিনি টপকে গেলেন পূর্বসুরী টেন্ডুলকার ও শেবাগকে।

৫ উইকেটে ৬০১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ২৫৪ রানে অপরাজিত ছিলেন কোহলি। টেস্টে এটি তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর। এ নিয়ে ১৫বার নিজের সর্বোচ্চ রানের স্কোর নতুন করে গড়লেন তিনি—যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।

টেস্ট আঙিনায় আপাতত যুগ্মভাবে চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition