জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত কবি আসাদ চৌধুরী

প্রকাশঃ ২০-১১-০৬ ১০:২৫:৫৮ এএম
আপডেটঃ ২০২৪-০৪-২৯ ১২:৫০:২৯ পিএম
লেখকঃ সুখবর ডেস্ক
জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত কবি আসাদ চৌধুরী
নাদিম ইকবালের তোলা ছবিতে কবি আসাদ চৌধুরী

‘কবি আসাদ চৌধুরী—আসাদ ভাইয়ের একটি বড় গুণ হলো তরুণস্য তরুণ কবিরও কোনো একটি কবিতা তাঁর যদি ভালো লাগে, ওই তরুণের ফোন নম্বর জোগাড় করে তিনি তাকে ফোন দেন এবং নিজের মুগ্ধতা প্রকাশ করেন। আমিসহ এ অভিজ্ঞতা আমার প্রজন্মের আরও কারও কারও থাকতে পারে। এই সময়ে যখন কেউ কারও লেখা নিয়ে ভালো-মন্দ কিচ্ছু বলে না, লেখা নিয়ে যখন টু-শব্দ না করাই এক রকম সামাজিক রীতিতে পরিণত হয়েছে, সেই সময় আসাদ ভাই কোনো তরুণের কবিতা ভালো লাগলে তাকে ফোন দেন, তার কবিতার প্রতি মুগ্ধতা প্রকাশ করেন, বড় কবির সঙ্গে সঙ্গে বড় মানুষ না হলে কি আর এটা সম্ভব হয়?’

কবি আসাদ চৌধুরী'র জন্মদিনে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ কবি আলতাফ শাহনেওয়াজ। শুধু তিনিই নন আরও অনেকেই সামাজিক মাধ্যমে কবিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দিন ভর। 

এদিকে কবির জামাতা চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবালের কাছ থেকে জানা যায়, কবিকে কাল থেকেই অনেকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তা আজও অব্যাহত আছে। 

শুধু তাইই নয়, টরেন্টোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি কর্মীরা ফোনে, আবার কেও কেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির জন্মদিনে শুভেচ্ছা জানান।

আবৃত্তি শিল্পী ও কবি হোসনে আরা জেমি তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘শুভ জন্মদিন কবি আসাদ চৌধুরী। আজকের এই বিশেষ দিনে 
আমার একরাশ প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা। আমার লেখার অনুপ্রেরণা, আমার কবিতা লেখার পথে সামনে যেতে মাথার উপরে ছায়া হয়ে থাকুন সুদীর্ঘকাল। সুস্বাস্থ্যে ও সুদীর্ঘ আয়ু নিয়ে বাংলা কাব্য সাহিত্যের আকাশ ভরিয়ে রাখুন এই কামনা কবির জন্মদিনে।’

এছাড়াও কবির মেয়ে নুছরাত জাহান চৌধুরী ও জামাতা নাদিম ইকবালের পোস্টে অসংখ্য মানুষ কবিকে ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন।

এমন দিনে টরেন্টো থেকে প্রকাশিত বাংলা অনলাইন www.shukhobor24.com (সুখবর)'র পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

উল্লেখ্য, প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ১৯৪৩ সালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। 

টেলিভিশন উপস্থাপনা ও চমৎকার আবৃত্তির জন্যও সমান জনপ্রিয় কবি আসাদ চৌধুরী। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর পদচারণা রয়েছে। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনীও রচনা করেছেন।

আসাদ চৌধুরী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬০ খ্রিষ্টাব্দে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে।

পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়ন করেন। এ বিভাগ থেকে ১৯৬৩ খ্রিষ্টাব্দে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।

বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে বসবাস করছেন।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition